দুই পেশাজীবীর উপর পুলিশী নির্যাতনে ‘জাতীয় পেশাজীবী লীগের’ গভীর উদ্বেগ

Peshajibi Leageমাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের উপর পুলিশের অমানবিক শারীরিক নির্যাতনে মারাত্মক আহত হওয়ার ঘটনায় ‘জাতীয় পেশাজীবী লীগ’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জাতীয় পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পরিকল্পিত উপায়ে অদৃশ্য মহলের ইঙ্গিতে দেশ প্রেমিক পুলিশ বাহিনীর অগ্রসরমান ভাবমূর্তিকে ধুলায় মিশিয়ে দেয়ার হীন উদ্দেশ্যে পুলিশের একটি অংশ এ ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন।
অশুভ মহলটি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব বাস্তব উন্নয়ন চিত্র থেকে দেশবাশীর চোখকে ফিরিয়ে নিতে ঠাণ্ডা মাথায় পুলিশকে ব্যবহার করছে বলে সন্দেহ ঘনিভূত হচ্ছে। পেশাজীবীদের উপর পুলিশরূপী মানুষের হঠাৎ এহেন নৃশংসতা বিশ্বাসযোগ্য হতে পারে না।
আমরা আশা করছি, এরূপ ঘটনার পূণরাবৃত্তি রোধে জরুরী ভিত্তিতে সরকারের উচ্চ পর্যায়ের থেকে কঠিন পদক্ষেপ গ্রহণপূর্বক এর অবসান ঘটাতে সক্ষম হবে।