বিদ্যুৎ সাশ্রয় সম্পর্কে রচনা প্রতিযোগিতা
সুনামগঞ্জ: সুনামগঞ্জে “বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তায় গ্রাহকের ভ’মিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হেলাল আফজাল, জেলা প্রশাসনের সহকারি কমিশনার শেখ জোবায়ের আহমেদ এবং এটিএম মোর্শেদ।