শারদীয় দূর্গাপূজা শ্রীমঙ্গল : ঝুঁকিপূর্ণ মন্ডপের অধিক নিরাপত্তা প্রদানের উপর জোর
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মহাপূণ্যভরা স্নিগ্ধ শরতে মর্ত্যভূমে সদানন্দময়ী মহামায়া মা দূর্গা আসছেন বরাভয় নিয়ে শান্তি ও সুখের মঙ্গলবারতা নিয়ে। আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীশ্রী দূর্গা দেবীর ষষ্ঠী পূজার মাধ্যমে ৫দিন ব্যাপি পর্যন্ত হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা। ব্যাপক উদ্দিপনা সাজসজ্যা পূজা ঘিরে, সব্রত আয়োজন নিয়ে ব্যস্ত প্রত্যক পূজা মান্ডবের ভক্তবৃন্দরা।এবার পূজা ঈদ প্রায় এক সাথে হওয়ায় শ্রীমঙ্গল শহর আরোও ব্যস্ত শহর হিসেবে পরিনত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৫০টি সার্বজনীন এবং ১০টি ব্যক্তিগত পূজা অনুষ্টিত হচ্ছে। প্রতিবারের ন্যায় সব পূজা মান্ডবগুলো কিছু না কিছু ভিন্ন করার চেষ্টায় মগ্ন। উপজেলা ভূনবীর ইউনিয়নের ইচ্ছামতিতে এবারও অনুষ্টিত হচ্ছে ২৪ সেপ্টেম্বর থেকে নয়দিন ব্যাপী নবদূর্গার পূজা।এরই সাথে উপজেলার রঘুনাথ পুর কালীবাড়িতে ঐতিহ্যবাহী কুমারী পুজা, ৩নং ইউনিয়নের লালবাগ পূজা মান্ডব, শহরের শাপলাবাগ পূজা মান্ডব সহ বিভিন্ন পূজা মান্ডব গুলোর ব্যাপক আয়োজন চোখে পড়ার মতো। আলোকসজ্যা,ডিজিটাল লাইটিং,সাউন্ড সিস্টেম,গেইট,পেন্ডেল,সাংস্কৃতিক আনুষ্টান,বাজনা ইত্যাদি সবশেষে মূর্তি কারো চেয়ে কেউ কম নয়। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দূর্গা পুজায় বিভিন্ন জেলা উপজেলা থেকে দর্শনার্থীর আগমন ঘঠে। পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ও সম্পাদক জহর তরফদার প্রতিবেদককে জানান, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত দর্শনার্থীর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা, পুজা চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদুৎ সর্বরাহ এবং সার্বিক নিরাপত্তাসহ বিশেষ করে অধিক লোক সমাগম ও ঝুঁকিপূর্ণ কয়েকটি মন্ডপের অধিক নিরাপত্তা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়াও পুজাকালীন সময়ে মাদকদ্রব্য ব্যাবহারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে আগাম ব্যাবস্থা নিতে বলা হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব সর্বত্র জনসাধারন ও উপজেলাবাসীকে শারদীয় ও ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা দিয়ে আরোও বলেন, যেহেতু পূজা এবং ঈদুল ফিতর এক সাথে সেহেতু পর্যটন নগরী শ্রীমঙ্গল পরিনত হবে এক উৎসব মূখর শহর হিসেবে, তাই ধর্ম মত জাতি নির্বিশেষে সবাইকে শান্তি শৃংখলা বজায় রেখে শারদীয় উৎসবকে উৎসবমুখূরীত করে তুলোর আহ্ববান দেন।