মৌলভীবাজারে প্রভাবশালী মহল কতৃক হাসপাতালের জমি দখল
ডাক্তার বললেন কিছু করতে গেলে চাকুরি করতে পারবনা
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের বেশ কিছু মুল্যবান ভুমি স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান ঘর নির্মাণ করলেও দখল উচ্ছেদে কারো কোন মাথা ব্যাথা নেই।কতৃপক্ষের নীরবতার কারনে প্রভাবশালীরা গত কয়েকবছরে হাসপাতালের জমিতে ৭/৮ টি দোকানকৌঠা নির্মাণ করে বছরের পর বছর ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসলেও এদের উচ্ছেদে এ পর্যন্ত কারো পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে সর্বশেষ শুক্রবার রাতের আধারে হাসপাতালের গেইট সংলগ্ন আরেকটি দোকান বসিয়েছে ছাত্রলীগ পরিচয়ে আরেকজন। বিষয়টি হাসপাতালের ডাক্তার তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ফতেপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ,ইউপি মেম্বার মঈন উদ্দীন,কমর উদ্দীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার সকালে সাংবাদিকরা হাসপাতালের গেইটের সামনে দোকানঘরটি দেখতে পান।দোকানঘরের মালিক স্থানীয় ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী রমজান আলী(২২) সাংবাদিকদের জানালেন,হাসপাতালের জমি দীর্ঘ ১৫/১৬ বছর ধরে বিভিন্ন প্রভাবশালীদের দখলে আছে,আজ পর্যন্ত জমি উদ্ধার করতে কারো কোন পদক্ষেপ দেখা যায়নি। আমি অস্থায়ী দোকানঘর বসিয়েছি ৩/৪ দিন হয়, আমাকে উচ্ছেদ করতে হাসপাতালের ডাক্তার বাবু উঠে পড়ে লেগেছেন। তাই হাসপাতালের জমি থেকে সকল দোকানপাঠ উচ্ছেদ করা হলে, আমিও উচ্ছেদ হব।ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার গিরিন্দ্র ঘোষ সাংবাদিকদের জানালেন,হাসপাতালের জমি যারা দখল করে রেখেছে তারা সবাই এলাকার প্রভাবশালী লোক, আমি তাদের বিরুদ্ধে কোন কিছু করতে গেলে এখানে শান্তিতে চাকুরি করতে পারবনা। আপনারা সাংবাদিক, পত্রিকায় লেখে দেন,তাহলে উর্দ্ধতন কতৃপক্ষ হাসপাতালের জমি উদ্ধারে ব্যবস্থা নেবে।এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মুজিবুর রহমানকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্বব হয়নি।