বিশ্বনাথে ছাত্রদল নেতা গ্রেফতার : বিএনপির নিন্দা-প্রতিবাদ
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শাহজাহান কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার চানসির কাপন (শরিষপুর) গ্রামের আবদুল হান্নানের পুত্র। গতকাল সোমবার উপজেলা সদরের মছতুরা সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার এসআই আবদুস সালাম। তিনি বলেন, গ্রেফতারকৃত শাহজাহানের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
এদিকে, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা শাহজাহান কে গ্রেফতারের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। নিন্দাকারীরা হলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক জালালউদ্দিন চেয়ারম্যান, সদস্য লিলু মিয়া চেয়ারম্যান, আবুল কালাম কছির, আবদুল হাই, বশির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-অহবায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন, যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, মুসলিম আলী, নুরুল মিয়া, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আমির আলী,