লায়ন্স ক্লাব অব কুশিয়ারার উদ্যোগে সেলাই মিশিন বিতরণ

আর্তমানবতার সেবায় আমাদের সকলকে এগিয়ে আসা উচিত
——– লায়ন ডা. আজিজুর রহমান

Lionলায়ন জেলা ৩১৫-বি ১ এর সদ্য প্রাক্তন গভর্নর লায়ন ডা. আজিজুর রহমান বলেছেন, দরিদ্রদের সেবা করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমাদের এই দায়িত্ব পালনের মাধ্যমে দরিদ্ররা সাবলম্বি হতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। তাই আমাদের সকলকে, বিশেষ করে বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত। লায়ন্স ক্লাব অব কুশিয়ারার উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন ও শাড়ি লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
গতকাল শনিবার জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টার মার্কেটের অফিসে অক্টোবর সেবা সপ্তাহ-২০১৪ কর্মসূচির অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব কুশিয়ারার উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন ও শাড়ি লুঙ্গি বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রিজিওন চেয়ার পার্সন লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, রিজিওন চেয়ার পার্সন লায়ন মোঃ ওয়াহিদুজ্জামান ভুট্টো, রিজিওন চেয়ার পার্সন লায়ন গৌতম লাল দত্ত, ক্লাব সভাপতি লায়ন যিশু দেব, সেক্রেটারি লায়ন মাসুম আহমদ, ট্রেজারার লায়ন আনোয়ার রশিদ, লায়ন ক্লাব অব সিলেট কুশিয়ারা-এর প্রজেক্ট চেয়ারম্যান লায়ন রুহুল আমিন চৌধুরী, আইপিপি লায়ন্স শামছুল আলম খান, লায়ন এড. গংগেশ চন্দ্র দাস, লায়ন তমাল কর্মকার, ক্লাব ডাইরেক্টর লায়ন মুজিবুর রহমান , লায়ন হাজী আব্দুর রউফ, লায়ন মঞ্জুর আহমদ চৌধুরী, হুসেন আহমদ প্রমুখ।
উল্লেখ্য অক্টোবর সেবা সপ্তাহ-২০১৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব কুশিয়ারা মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিজ্ঞপ্তি