উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বার্ষিক সাধারন সভা

ড. ওয়ালী তছর উদ্দিনকে চেয়ারম্যান করে নতুন বোর্ড অর্ব ডাইরেক্টরস গঠিত

swmc 1 swmc 2সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল জনগনের সেবার মাধ্যমে সিলেটে একটি অন্যতম সেবাধর্মী প্রতিষ্টান হিসাবে স্বীকৃতি লাভ করেছে।এখানে আইসিসিইউ ও সিসিইউ’র মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বার্ষিক সাধারন সভায় বক্তারা
একথা বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নবম বার্ষিক সাধারন সভা ও গভর্নিং বডি নির্বাচন গত শুক্রবার কলেজ এর লেকচার গ্যালারীতে অনুষ্টিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্বা বশির আহমদ এর সভাপতিত্বে ও ব্যবস্হাপনা পরিচালক মজম্মিল আলী ছানু এর পরিচালনায় অনুষ্টিত সাধারন সভায় বক্তব্য রাখেনসিলেট হেলথ এন্ড এডুকেশনসার্ভিস লি: কোং চেয়ারম্যান ডা: এম এ সালাম,এম ডি ডা: সফিকুর রহমান। হাফিজ মিফতাহ চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাধারন সভায় আলোচনায় অংশ নেন প্রফেসর ডা: ফয়ছল আহমদ, প্রফেসার ডা:এম এ মতিন, ডা: ফজলুর রহিম কয়সর, প্রফেসার এখলাছুর রহমান,এমদাদ হোসেন চৌধুরী, তজম্মুল ইসলাম চৌধুরী,মো:শাব্বীর আহমদ চৌধুরী, ছানাওর ইসলাম চৌধুরী, সিরাজুল হক প্রমুখ। আর্থিক রিপোর্ট পাঠ করেন মাস হক চার্টার্ড একাউন্ট কোং এর পক্ষে মাহমুদুল আম্বিয়া এফসিএ।
সভায় আরো জানানো হয় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিসিইউ বিভাগ সিলেটের হাসপাতালগুলোর মধ্যে একটি উন্নতমানের বিভাগ ।এখানে অতি শ্রীঘ্রই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট,লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু হচ্ছে এর মাধ্যমে সেবার মান আরো বৃদ্ব্রি পাবে।
পরে প্রবাসী ব্যবসায়ীনেতা ড. ওয়ালী তছর উদ্দিনকে চেয়ারম্যান করে নতুন বোর্ড অর্ব ডাইরেক্টরস গঠিত হয়।বোর্ড অর্ব ডাইরেক্টরস অন্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান ডা: মো: মোদাব্বির হোসেন,মুক্তিযোদ্বা বশির আহমদ ও সদস্যরা হলেন নুরুল ইসলাম খাঁন, মো: মুজম্মিল আলী ছানু , মিসেস শাহনাজ কবির,মোস্তাক আহমদ,মো:ফখরুল ইসলাম,মো:আদনান চৌধুরী,আবুল মহসিন চৌধুরী, মিসেস খালেদা চৌধুরী, ইসরাত তাহসিন, সৈয়দা শিরিণ সুলতানা প্রমুখ।  বিজ্ঞপ্তি