কমলগঞ্জে ভাষা সৈনিক কমরেড মফিজ আলীর ৭ম মৃত্যু বার্ষিকী পালন

DSC05487কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভাষা সৈনিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও প্রখ্যাত চা শ্রমিক নেতা কমরেড মফিজ আলীর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামে শনিবার (১০ অক্টোবর) সকালে কমরেড মফিজ আলীর সমাধিস্থলে পুষ্পার্পণ করে শপথ গ্রহন শেষে এক মিনিট নিরবতা পালন করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সমাধিস্থলের কাছেই এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক শাহজাহান কবির।
বাংলাদেশ ট্রেন ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড নুরুল মোহাইমিনের সভাপতিত্বে ও রজত বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড: শহিদুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী, কবি আব্দুস শহীদ সাগ্নিক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মনোহর আলী, রেজাউল করিম, ডা: অবনী শর্ম্মা, রমজান আরী, বিপ্লব মাদ্রাজী, মোস্তফা কামাল, অমলেশ শর্ম্মা, নারায়ন মল্লিক ও মাহমুদুর রহমান। বক্তারা বলেন, বর্তমানে রাজনীতি নানা কারণে দুষিত হয়ে গেছে। ভাষা সৈনিক কমরেড মফিজ আলীর মত নেতাদের বড়ই অভাব।
পরে বিকাল সাড়ে তিনটায় পতনউষার ইউনিয়নের রথের টিলা ফুটবল মাঠে ভাষা সৈনিক কমরেড মফিজ আলী স্মরণ সভা কমিটির আয়োজনে আরেকটি স্মরণ সভার আয়োজন করা হয়।