ত্রান বিতরনে স্বজনপ্রীতি : ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

Human Chainকামাল হোসেন: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এনজিও সংস্থা সিএনআরএস কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরনে স্বজনপ্রীতির অভিযোগে গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্থ পরিবারেরসহ এলাকাবাসীর মানববন্ধন করেছে। জানাযায়, দাতাসংস্থা অক্সফাম এর সহযোগী সংগঠন সিএনআরএস এর ত্রান বিতরণে অনিয়ম দূর্নিতী ও সিএনআরএস কর্মকর্তা ইয়াহিয়া সাজ্জাদের অপসারণ দাবীতে সুনামগঞ্জের তাহিরপুরে মানব বন্ধন করছে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের জনসাধারনসহ এলাকাবাসী।
গতকাল শুক্রবার তাহিরপুর সদর বাজারে এ মানব বন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি বন্যায় তাহিরপুরে ৭ টি ইউনিয়নে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে কিন্তু সিএনআরএস কর্মকর্তা ইয়াহিয়া সাজ্জাদ এর স্বজনপ্রীতির কারনে প্রকৃত ক্ষতিগ্রস্থরা ত্রান প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এবং উপজেলার ক্ষতিগ্রস্থ বাদাঘাট, দক্ষিনবড়দল ইউনিয়ন বাদ দিয়ে সেই সাথে দক্ষিনশ্রীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উমেদপুর,শ্রীপুর ও সাহগঞ্জ সহ তিনটি গ্রামের ক্ষতিগ্রস্থ জনসাধারনের বাদ দিয়ে ত্রান বিতরণ করেছে। অপরদিকে এ ব্যাপাওে অনিয়মের অভিযোগ এনে ইউএনও বরাবর ১১ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ করেছে দক্ষিনশ্রীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনগন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শাহীন রেজা, হুমায়ন কবির, শাহাবউদ্দিন আহমদ, আব্দুল হান্নান ,রিপন মিয়া,এমরান হোসেন বিপক প্রমূখ।