দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের মতবিনিময় সভা
ইলিয়াস আলীকে মুক্ত করতে প্রয়োজন ইম্পাত কঠিন আন্দোলন
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ও যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সম্মানে দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে মতবিনিময় সভা বক্তারা বলেছেন গুম নামক স্বৈরাচারী শেখ হাসিনার কারাগার থেকে এম ইলিয়াস আলীকে মুক্ত করতে প্রয়োজন আবারো প্রয়োজন ইম্পাত কঠিন আন্দোলন। সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলাবাসী যতদিন এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থা ফিরে না পাবে ততদিন দেশে বিদেশে আন্দোলন চালিয়ে যাবে। বক্তারা ইলিয়াস আলীর অত্যান্ত আস্থাভাজন নেতা উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ এর নেতৃত্বে বিশ্বনাথে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
গত ৯ সেপ্টেম্ভর মঙ্গলবার ইস্ট লন্ডনের ষ্টিফোর্ড সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের আহবায়ক আব্দুল কুদ্দুছ। সংগঠনের যুগ্ম আহবায়ক এম তানবীর আহম্মদ ও আবুল হাসনাত এর যৌথ পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহবায়ক আলী আহমদ। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের সিনিয়র নেতা গউছ আলী, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, দপ্তর সম্পাদক ড.মুজিবুর রহমান, বিএনপি নেতা গুলজার আহমদ, কালেকটিভ স্কুল অব গভর্নেন্স এর সভাপতি শাহনুর আহমদ খান, কাউন্সিলর আয়াছ মিয়া, নিউহাম ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি লাকি মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব নুর বক্স, দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, আব্দুল হামিদ, শাহ জাহান, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারন আব্দুল বাছিত বাদশা, যুক্তরাজ্য বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য তরুণ দলের আহবায়ক আব্দুল বাছির খান, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ মুদাব্বির হোসেন মধু, সাবেক ছাত্রনেতা মিসবাহ উদ্দিন খান, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুহিবুল ইসলাম রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম, বিএনপি নেতা আবুল কালাম, সুফী মিয়া মেম্বার, জয়নাল আবেদিন, শাহজাহান আলম, যুক্তরাজ্য যুবলের সিনিয়র নেতা লোকমান হোসেন, বাবুল আহমদ, আব্দুল ওয়াহিদ আলমগীর, শফিউর রহমান খান জামিল, আব্দুল হামিদ খান সুমেদ, ছাত্রদলের সাবেক সহ সভাপতি চৌধুরী তালহা ইবনে মুকছিদ, সাবেক যুগ্ম সম্পাদক মুশাররফ হোসেন, যুক্তরাজ্য তরুণ দলের যুগ্ম আহবায়ক আবুস সাত্তার ইমন, সরফরাজ আহমদ শরফু, হাসান আহমদ, আব্দুল মুকিত শিপন, গিয়াস উদ্দিন প্রমুখ
সভা শেষে জননেতা এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে মহান আল্লাহর কাছে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শামীম আহমদ।