শেখঘাটে সীমানাপ্রাচীর ধ্বসে শ্রমিক নিহত : আহত ৩

fileসুরমা টাইমস ডেস্কঃ নগরীর পশ্চিম শেখঘাট এলাকায় রহমান ভিলা নামক একটি বাসার সীমানাপ্রাচীর ধ্বসে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল বুধবার দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির জিলানী (৩৮) নগরীর মজুমদার পাড়ার মতিন মিয়ার কলোনীর বাসিন্দা ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাখর গ্রামের মৃত শাবাগ তালুকদারের ছেলে। আহতরা হলেন, নেত্রকোণা জেলার মদন থানার দৌলতপুর গ্রমের মানিক মিয়া (৬০), তার ছেলে টিটু আহমদ (২৮) ও একই জেলার চিতলা গ্রামের দেন্দু মিয়ার ছেলে আব্দুল মুক্তাদির (৫০)। জানা যায়, দণি সুরমার তেতলি গ্রামের শফিকুর রহমানের মালিকানাধীন পশ্চিম শেখঘাটের ‘রহমান ভিলার সীমানাপ্রাচীর ঘেঁষা ড্রেনের সংস্কার কাজ গতকাল সকাল থেকে শুরু হয়। বেলা দেড়টার দিকে হঠাৎ করে ওই বাসার প্রাচীর ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদির জিলানী নিহত হন। সিলেট কোতোয়ালি থানার এসআই আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রহমান ভিলার শুধু সীমানাপ্রাচীরই ঝুঁকিপূর্ণ নয়, ৪ তলা ভবনটিও ঝুঁকিপূর্ণ। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।