হাফিজ আব্দুল হাই হারুনকে গ্রেফতারে সিলেট মহানগর ২০ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সিলেট মহানগর ২০ দলীয় জোটের সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন মহানগর ২০ দলীয় জোট নেতৃবৃন্দ। তারা বলেন, আওয়ামী অবৈধ সরকারের অপশাসনের প্রতিবাদে ২০ দলীয় জোট যখন দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদার করতে যাচ্ছে ঠিক সেই সময়ে সরকার মিথ্যা মামলা দিয়ে একের পর এক জোট নেতৃবৃন্দকে গ্রেফতার-হয়রানী করছে। জোটের আন্দোলনে আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বাকশালীদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা হিংস্রতার পথ বেছে নিয়ে দেশপ্রেমিক জনতার আন্দোলন দমিয়ে রাখতেই জোট নেতা হাফিজ হারুনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। অবিলম্বে হাফিজ আব্দুল হাই হারুন সহ দেশব্যাপী ২০ দলীয় জোটের আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় চলমান আন্দোলনকে আরো বেগবান করতে বাধ্য হবে।
গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ২০ দলীয় জোট নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বিবৃতি প্রদান করেন সিলেট মহানগর ২০ দলীয় জোটের আহবায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ হক, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও জমিয়তের মহানগর সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও জাগপা সিলেট জেলা সভাপতি মকসুদ হোসেন, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও লেবার পার্টি মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও এলডিপি সিলেট জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রূপা, মহানগর জোটের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা জাতীয় পার্টি (বিজেপি আন্দালিব-পার্থ) আহবায়ক মোজাম্মেল হোসেন লিটন প্রমুখ।