নবীগঞ্জে দুঃসাহসিক চুরি : ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

IMG_20140909_142708উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে গত সোমবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোরের দল ১টি মোটর সাইকেল, নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার ভোরে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হাওর থেকে ৩ চোরকে আটক করে গণধোলাই দিয়ে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানাযায় ঐ গ্রামের মাওলানা মতিউর রহমান সাদীর রান্না ঘরের চিমনী চুলার উপর দিক ভেঙ্গে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বাড়ীর লোকজনের অগোচরে ঘরের ভেতরে প্রবেশ করে ১টি হিরো হোন্ডা, নগদ টাকা, ১টি রঙিন টেলিভিশন, ৪টি দামী মোবাইল ফোন, কাপড় চোপড় অন্যান্য মালামাল সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন শুক্রবার গতকাল ভোর বেলায় বাড়ীর লোকজন ঘরের মালামাল চুরি হয়েছে দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করে পাশের হাওর থেকে পালিয়ে যাওয়ার সময় কিছু মালামাল সহ ৩ চোরকে আটক করে। আটককৃতরা হলো নবীগঞ্জ পৌর এলাকার দরবেশপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র শিপু মিয়া ওরপে লোক্কা (২৪), বাউশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের সফিকুর রহমানের পুত্র তারা মিয়া (৩৫), সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের লেবু মিয়ার পুত্র মসুদ (৩০)। এ ঘটনার নবীগঞ্জ থানায় মতিউর রহমান সাদি বাদী হয়ে ধৃত আসামী সহ অজ্ঞাত ৫/৭ জন কে আসামী একটি চুরির মামলা দায়ের করেন।