সিলেট উন্নয়ন সংস্থার উদ্যোগে সাপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন অপরিহার্য
——— অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন

ADIG Sakhawatসিলেটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন অপরিহার্য। জীব-বৈচিত্র রক্ষা, বৃক্ষ নিধন বন্ধ ও মানবসৃষ্ট বিভিন্ন দূযোর্গ মোকাবেলায় জনগণকে অধিকতর সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি অদ্য ৮ সেপ্টেম্বর রোজ সোমবার বৃহত্তর সিলেটের সামাজিক উন্নয়নমূলক সংগঠন সিলেট উন্নয়ন সংস্থা আয়োজিত সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এহছনুল করিম মিশুর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস বাবলী পুরকায়স্থ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা কমান্ড মহানগর শাখার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, শহর সমাজসেবা অফিসার আব্দুর রকিব, কাউন্সিলর শামীমা স্বাধীন, বিভাগীয় যুব পুরস্কার প্রাপ্ত ফোরামের সভাপতি বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক, অন্যান্যের বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ডাঃ এ. এ. এম. শিহাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি কবির আহমদ খান, সহ-সভাপতি নাহিদা আক্তার রুমা, যুগ্ম সাধারন সম্পাদক রুবি রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন লাহিন, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সহ-সভাপতি আলী আহসান হাবিব, মানবাধিকার কমিশন সদর থানা শাখার সাধারন সম্পাদক শাহ আলম, সিলেট উন্নয়ন সংস্থার দপ্তর সম্পাদক রকি দেব, যুব সংগঠক মোঃ নজরুল ইসলাম, আব্দুল্লাহ নোমান, রেহানা ফারুক শিরিন, রোমান আহমদ রাজু ও জাবেদুর রহমান জাবেদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক শফিউল আলম শফিক। বিজ্ঞপ্তি