ইবিতে শিক্ষককে ছাত্রলীগ নেতার অস্ত্র প্রশিক্ষণ : সজিব ও সালাউদ্দিন বহিষ্কার

Sajeeb and Salahuddinসুরমা টাইমস ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অস্ত্র প্রশিক্ষণের ঘটনায় ইবি শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব ও তার সহযোগী আইন বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ইবির সিন্ডিকেট সভা শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সিদ্ধান্ত জানানো হয়।
সোমবার বিভিন্ন গণমাধ্যমে ছাত্রলীগ নেতার কাছে অস্ত্র চালানো শিখছেন শিক্ষক এমন সংবাদ ছাপা হলে দেশব্যাপী তোলপাড় পড়ে যায়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এক বৈঠকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে প্রক্টরিয়াল বডি, সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রারসহ আইনশৃঙ্খলা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের নির্জন স্থান মফিজ লেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মতিয়ার রহমান ও ইবির গণিত বিভাগের সাবেক শিক্ষক বর্তমানে বিসিএস ক্যাডার (ইকোনমি) আজিজুল হক মামুনকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণের দায়ে ইবির আইন বিভাগের ২০০৬-০৭ সেশনের ছাত্র সজিবুল ইসলাম সজিব ও তার সহযোগী একই বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র সালাউদ্দিনকে প্রশাসন সাময়িকভাবে বহিষ্কার করেছে।