কানাইঘাটে প্রবাসীর স্ত্রীর সাথে যুবলীগ নেতার অবৈধ সম্পর্ক নিয়ে তোলপাড়
কানাইঘাট সংবাদদাতা: বিয়ের প্রলোবন দেখিয়ে যুবতীকে নিয়ে সিলেট শহরের একটি হোটেলে রাত্রীযাপনকালে কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা জুনেদ আহমদ জিবান (২৫) কে আপত্তিকর আবস্থায় আটকের ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কতোয়ালী থানার এস আই বাবুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের বন্দরবাজারস্থ আল-জালাল হোটেলের একটি কক্ষ থেকে ঐ প্রভাবশালী যুবলীগ নেতাকে যুবতীসহ আপত্তিকর অবস্থায় আটক করেন। যুবলীগ নেতা জিবান কানাইঘাট উপজেলা সদরের বীরদল লক্ষিপুর গ্রামের আজিজুল হকের পুত্র। আটককৃত যুবতী পার্শবর্তী ছোটদেশ গ্রামের এক প্রবাসীর স্ত্রী। তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে কানাইঘাট উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, যুবলীগ নেতা জিবান বিবাহিত হয়েও ঐ প্রবাসীর স্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল। এর আগেও সে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতির মুখে একাধিক মেয়ের ইজ্জত লুটেছে। এনিয়ে সামাজিকভাবে নানা কথাবার্তা হলেও ক্ষমতার ধাপট দেখিয়ে বিভিন্ন সময় সে পার পেয়ে যায়। গতকাল তাকে হাতে নাতে আটকের পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে অনেকটা সস্তি নেমে এসেছে।
তাদের আটক করে সিলেট কতোয়ালী থানায় নিয়ে আসার পর এস আই বাবুল সাংবাদিকদের জানান, যুবতিকে নিজের স্ত্রী দাবি করে হোটেলে রাত্রীযাপনকালে আপত্তিকর অবসস্থায় যুবতীসহ জিবানকে আটক করা হয়।