শ্রীমঙ্গলে অপহৃত ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বঙ্গবীর রোডের একটি বাড়ি থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী রুবেল মিয়াকে (২২) গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কোয়াজপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জুন (মঙ্গলবার) স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় রুবেল। পরে মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে বঙ্গবীর রোডে রুবেলের এক আত্মীয়ের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এসময় একই বাড়ি থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।