বিশ্বনাথে সাংবাদিক রাজু’র পিতা আবদুল বারি আর নেই

Hazi Abdul Bariসুরমা টাইমস ডেস্কঃ দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও সুরমা টাইমস’র বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পিতা বিশিষ্ট মুরব্বী ও শালিস ব্যক্তিত্ব হাজী আবদুল বারি (৭৫) আর নেই। তিনি শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়ি উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের ইন্তেকাল করেন। (ইন্না লিলিল্লাহি…রাজিউন)। মরহুম হাজী আবদুল বারি দীর্ঘ দিন ধরে নানান রোগী ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ৯টায় পশ্চিম শ্বাসরাম প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছেলে তজম্মুল আলী রাজু জানিয়েছেন। শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুম হাজী আবদুল বারি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সাবেক সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ইলিয়াসপত্নী ও জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদি লুনা, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, সাবেক বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সভাপতি হাজী মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম কছির,আবদুল হাই, বশির আহমদ, জাতীয় পার্টি ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদিন, উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুম, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারী এইচ এম আখতার ফারুক, জেলা খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওদুদ, উপজেলা সভাপতি আবদুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু,এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, আবদুস সালাম মুন্না, নুর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগের আহবায়ক মখদ্দুছ আলী, যুগ্ম-আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, নানু মিয়া,নুরুল মিয়া, সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক ইউসুফ খান আখতার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আমির আলী, আলাল আহমদ,ছাত্রশিবির সভাপতি জহির উদ্দিন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।