বালাগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
বালাগঞ্জ প্রতিনিধি: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বালাগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। গতকাল রবিবার সকালে সর্বস্তরের সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে এক বিশাল র্যালী বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে মদন মোহন জিউ আশ্রমে এসে শেষ হয়। পরে দিন ব্যাপি নানান কর্মসূচীর মধ্যে কৃষ্ণভক্তরা দিনটিকে উদযাপন করে।