নবীগঞ্জে ভাবিকে নির্যাতনের অভিযোগে দেবরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৈওতল গ্রামে বাবলী বেগম নামের এক গৃহবধূকে অমানবিক ও মানষিক নির্যাতনের অভিযোগে তার দেবর মোতাহির মিয়াকে আটক করেছে পুলিশ। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সকাল ১২ টার দিকে তাকে আটক করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেনের কার্যালয়ে হাজির করলে বিচারক স্বাক্ষ্য প্রমান ও স্বিকারোক্তিতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৈওতল গ্রামের কনা উলার বড় ছেলে মর্তুজ আলীর স্ত্রী বাবলী বেগমকে প্রায়ই অমানবিক ও মানসিক ভাবে নির্যাতন করতো তার ছোট ছেলে ও গৃহবধূর আপন দেবর মোতাহির মিয়া। এ নিয়ে একাধীকবার শালিস বৈঠক হয়। এতে কোন সুরহা না হওয়ায় গত ২১/০৯/২০১৫ ইং তারিখে গৃহবধু বাবলী বেগম নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিলাহর বরাবর তার দেবরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৬/১১/২০১৫ তারিখে ১১৭১ নং স্বারকে অভিযোগটি নবীগঞ্জ থানায় প্রেরন করেন। গত রবিবার সকালে মর্তুজ মিয়ার বাড়িতে কেউ না থাকায় গৃহবধূ বাবলীকে ঘরে একা পেয়ে তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মোতাহির তার আপন ভাবির প্রতি অশালীন আচরন ও উক্তোক্ত করে। এ ঘটনার খবরে নবীগঞ্জ থানার এস আই নূর মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগ ও ঘটনার সত্যতা পেয়ে মোতাহিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে ১২টার দিকে তাকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেনের কার্যালয়ে হাজির করলে বিচারক মোতাহিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাকে গতকালই হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।