রাতারগুলে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Ratargulসুরমা টাইমস ডেস্কঃ গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলার বনে সাঁতার কাটতে গিয়ে নাজিম উদ্দিন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নাজিম জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ও সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের উসমান আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে নাজিমসহ ২৫ কিশোর বাই সাইকেলযোগে রাতারগুলে যায়। নাজিমসহ কয়েকজন কিশোর রাতারগুলের লেকে সাঁতার কাটতে পানিতে নামে। এসময় সাঁতার না জানায় নাজিম উদ্দিন পানিতে ডুবে যায়।
এলাকার লোকজন ও সহপাঠী নাজিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বেলা সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, সাঁতার কাটতে গিয়ে ডুবে কিশোর নাজিম উদ্দিন মারা গেছে। তবে, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।