বাল্য বিয়ের থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রুনা

child-marriageসুরমা টাইমস ডেস্কঃ প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে সুনামগঞ্জ শহরের হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রুনা । বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশাসন তার বিয়ে বন্ধের ব্যবস্থা করে। রুনা শহরের হাছননগর শহরের মৃত মন্নাছ মিয়ার মেয়ে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরিদ বলেন, সকাল সাড়ে ১০টায় বাল্য বিয়ের খবর পেয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সাহাকে বিয়েটি বন্ধ করার নির্দেশ দেন।
পরে শিক্ষা কর্মকর্তা সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধের ব্যবস্থা করেন। হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাধান শিক্ষক কুহিনুর বেগম বলেন, রুনা চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। বিয়ের কারণে ১২ আগস্ট পঞ্চম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সে অংশ নিতে পারেনি।