সাহেববাজারে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ: আহত ১০

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সদর উপজেলার সাহেব বাজারের ফরিংউরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লাউগুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার একটি বিরোধপূর্ণ জমিতে ধান রোপনকে কেন্দ্র করে ফরিংউরা গ্রামের আজিজুর রহমান ও মাসুক মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী ময়না মিয়ার পক্ষের লোকজনের সংঘর্ষ হয়।
এতে ময়না মিয়া পক্ষের কুনু মিয়া, তফুর মিয়া, আলাল মিয়া, বুরহান উদ্দিন, রহিম মিয়া, আব্দুর রহিম, দিলোয়ার মিয়াসহ আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে কুনু মিয়া, তফুর মিয়া, আলাল মিয়া, বুরহান উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, হামলার ঘটনায় ময়না মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ আজিজুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।