কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দু’সহোদর নিহত
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী কালিজুরী গ্রামে গত বুধবার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ বিচারের সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একই পরিবারের দুই সহদোর নিহত এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে ৫জনকে গ্রেফতার করেছে। জানা যায়, বন বিভাগের একখন্ড জমির মালিকানার দখল নিয়ে কালিজুরী গ্রামের মনির উদ্দিন গংদের সাথে একই গ্রামের বশির উদ্দিনগংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার বিকেল অনুমান সাড়ে ৫টার দিকে বিষয়টি সালিশে নিষ্পত্তির জন্য উভয়পক্ষকে নিয়ে গ্রামের মুরব্বিয়ান বৈঠকে বসেন। এক পর্যায়ে সালিশে কথা কাটাকাটি নিয়ে মনির উদ্দিন ও বশির উদ্দিন পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের নারী-পুরুষসহ ১০ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে বশির উদ্দিন (৪২), তার ভাই আলী আহমদ আলাই (৪৫) কে সিলেট ওমেক হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান। আহতদের বেশ কয়েকজনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল বৃহস্পতিবার সিলেট উত্তর সার্কেলের এএসপি মহিউদ্দিন ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দু’সহোদর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে পুলিশ কালিজুরী গ্রামের জাকারিয়া (২৫), মিজানুর রহমান (২২), হাফিজ কবির উদ্দিন (৫৫), আঙ্গুর আলী (৪৫) ও আব্দুর রহিম (২২) কে গ্রেফতার করে। নিহত দুজনের লাশ ময়না তদন্তের পর গতকাল তাদের পরিবারের হেফাজতে দিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।