মহানগর জামায়াতের আমির জুবায়ের কারাগারে

ভাঙচুর ও বিস্ফোরক মামলায় জামিন না মঞ্জুর

Advocate Jubayerসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর জামায়াতের আমির ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির হয়ে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক শাহেদুল করিম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মহানগর হাকিম প্রথম আদালতে জামিন নামঞ্জুর হওয়ার এক ঘন্টাপর এডভোকেট জুবায়ের মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আগামী রবিবার আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন। এরপর জুবায়েরকে কারাগারে প্রেরণ করা হয়।
ওই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন তিনি। এর আগে ২০১৩ সালের ১৭ মার্চ রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হন সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। দীর্ঘ প্রায় ১৩ মাস কারাভোগের পর গত ২৪ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান। সর্বশেষ তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হওয়া ভাঙচুর ও বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।