মাওলানা আব্দুর রহমানের খুনিদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

প্রতিবাদ সমাবেশ শেষে কানাইঘাট থানার ওসি বরাবরে স্মারকলিপি প্রেরণ

PICকানাইঘাট প্রতিনিধি: একই গ্রামের সফর আলীগংদের হামলায় নিহত কানাইঘাট ৭নং দণি বাণীগ্রাম ইউপির সর্দারী পাড়া জামে মসজিদের ছানী ইমাম ও বড়দেশ আসাদউল উলুম কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম প্রবীণ আলেমে দ্বীন মাওঃ আব্দুর রহমানের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফুঁেস উঠেছেন আলেম সমাজ ও এলাকাবাসী। হত্যাকান্ডের ৪দিন পেরিয়ে যাওয়ার পরও অদ্যাবধি পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হওয়ায় জনমনে ােভ ও উত্তেজনা বিরাজ করছে। মাওঃ আব্দুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গত বুধবার বৃহত্তর বড়দেশ পরগনার উদ্যোগে স্থানীয় বড়দেশ বাজারে প্রতিবাদ সমাবেশের পর গতকাল বৃহস্পতিবার কানাইঘাট পৌর শহরে উলামা ও ছাত্রঐক্য পরিষদ কানাইঘাটের উদ্যোগে বিকেল ৪টায় প্রতিবাদ সমাবেশের পর মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রেরণকালে সমেবেত জনসাধারণের উদ্দেশ্যে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, মাওঃ আব্দুর রহমানের খুনিদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে খুনিদের কেউ প অবলম্বন করলে তাদেরও ছাড় দেওয়া হবে না। উলামা ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ছাত্র শিক তাদের বক্তব্যে মাওঃ আব্দুর রহমানকে শহীদ আখ্যায়িত করে বলেন, পবিত্র মসজিদের হেফাজতের জন্য কথা বলতে গিয়ে সন্ত্রাসীরা তাকে পবিত্র জুমআর দিন মসজিদ প্রাঙ্গনে অতর্কিত হামলা চালিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। মাওঃ আব্দুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত এলাকার বহু দ্বীনি প্রতিষ্ঠান ও মসজিদের খেদমতে নিয়োজিত ছিলেন। ইসলামের আকিদার উপর অবিচল এ প্রবীণ আলেমে দ্বীনকে যেভাবে হত্যা করা হয়েছে তা নির্মম ও পৈশাচিকতা উল্লেখ করে খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আলেম সমাজ ও এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন। আসাদউল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও উলামা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মুফতি এবাদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ইমাম সমিতির যুগ্ম সম্পাদক মাওঃ নূর আহমদ কাসিমী, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, নাছির উদ্দিন, বিএনপি নেতা মখলিছুর রহমান, ডাঃ ইয়াকুব আলী, ফরিদ উদ্দিন, সুরইঘাট মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস শফিকুল হক, আযাদ দ্বীনি কৌমি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা মাওঃ আব্দুল গফ্ফার, বড়দেশ মাদ্রাসার মুহতামিম মাওঃ মমতাজ উদ্দিন, কায়স্থগ্রাম মাদ্রাসার মুহতামিম হাফিজ বশির আহমদ, শাহবাগ মাদ্রাসার মুহতামিম মাওঃ ফারুক আহমদ, সিলেট দণি গাছ মাদ্রাসার মুহাদ্দিস ইন্তাজ আহমদ ফারুকী, বড়দেশ দণি জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ মাহফুজুর রহমান, সোনাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওঃ নূর আহমদ, খেলাফত মজলিসের সভাপতি মাওঃ এবাদুর রহমান, সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, ইসলাম উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আব্দুল্লাহ মিয়া, মুজম্মিল আলী, শাহজাহান, আব্দুর নূর, মাওঃ হেলাল আহমদ, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ ফয়েজ উদ্দিন, মাওঃ নাজির আহমদ,হাফিজ আব্দুর রহমান, নিহত মাওলানা আব্দুর রহমানের পুত্র মাওঃ আব্দুস শুকুর কাসিমী প্রমুখ।