নগরীতে ভাইদের মারপিটে একজন নিহত ‘‘স্ত্রীর অভিযোগ- সম্পত্তির লোভে খুন’’
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীর ঘাসিটুলায় জায়গা-সম্পত্তির বিরোধ নিয়ে ভাইদের মারপিটে শাহজাহান আহমদ সাজন (৪২) নামক এক ব্যক্তি খুন হয়েছেন- এমন অভিযোগ নিহতের স্ত্রী শেলী বেগমের। নিহত সাজন ঘাসিটুলাস্থ সুবজ সেনা ব্লক বি ৭৩ নং বাসার বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশের বক্তব্য, সাজন মাদকাসক্ত ছিলো। জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সাজনকে মারধর করে তার চাচাতো ভাই ময়না মিয়ার ছেলে সাইদুর রহমান ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার ভোরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে, জালালাবাদ থানাপুলিশ জানায়, সাজন মিয়া মাদকাসক্ত ছিল। শুক্রবার রাতেও মদ্যপ অবস্থায় চাচাতো ভাই ময়না মিয়ার কলোনিদের ভাড়াটিয়াদের সঙ্গে কথা কাটাকাটি হয় সাজনের। এক পর্যায়ে মাজু মিয়াসহ কয়েকজন তার ওপর হামলা করলে গুরুতর আহত হয় সাজন। আহত অবস’ায় হাসপাতালে ভর্তি করা হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজন। নিহত সাজনের শ্যালক বেলাল আহমদ সাংবাদিকদের জানান, সাজন নগরীর হকার্স মার্কেটের কসমেটিকসের দোকানের মালিক। তার আপন ভাই ফটিক মিয়া ও সায়েক মিয়া এবং চাচাতো ভাই ময়না মিয়ার ছেলে সাইদুর রহমান, রজব আলী, পিন্টু, মিন্টু, দিলেক ও ভাতিজা শুভ মিয়াসহ ময়না মিয়ার কলোনির কিছু লোকজন রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত সাজনকে মারধর করে। পরে টেলা গাড়ি দিয়ে ওসমানী হাসপাতালে পাঠায়। সাজনের স্ত্রী শেলী বেগম জানান, ‘আমার স্বামীর খুনিদের বিরুদ্ধে আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ সিলেট কোতোয়ালী থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম এ বিষয়ে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সাজন মাদকাসক্ত ছিলো। শুক্রবার রাত আড়াইটার সময় তার বাসার পাশে রাস-ায় অপর আরেকজন মাদকাসক্তের সাথে মারামারি করে।পরে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সকাল সোয়া ৭টায় সে মারা যায়।