বিশ্বনাথ আ’লীগের সাবেক সভাপতি মনু আর নেই : প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক
বিশ্বনাথ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কমিটির সহ-সভাপতি ও সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের অধিবাসী হাজী মনু মিয়া (৮২) আর নেই। তিনি গত শুক্রবার ৭.৩০ ঘটিকায় যুক্তরাজ্যের লন্ডনে ‘কিং জর্জ হাসপাতালে’ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। হাজী মনু মিয়ার মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। এদিকে হাজী মনু মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে ১৯৭১ সালে পাকিস্থানী সেনাবাহী হাজী মনু মিয়ার বাড়ি আগুনে পুড়িয়ে দিয়ে ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অনেক নেতাকর্মী উপজেলা ছেড়ে পালিয়ে গেলেও মরহুম হাজী মনু মিয়া উপজেলা আওয়ামী লীগকে পূর্নগঠন করেন মরহুম বজলুর রশীদ ও বিশ্বেশ্বর রায়কে সাথে নিয়ে। পরোপকারী ও সদালাপি মরহুম হাজী মনু মিয়া দীর্ঘদিন ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি’র দায়িত্ব পালন করেন। বর্তমান সময়ে নেতৃত্ব দানকারী নেতাকর্মীদের অধিকাংশই মরহুম মনু মিয়া হাত ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ছিলেন।
শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান সাংগঠনিক সম্পাদক আমির আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ কাজী মুহাম্মদ জামালউদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, আব্দুস সালাম মুন্না, নূরউদ্দিন, রফিকুল ইসলাম কামাল, জামাল মিয়া, আবুল কাশেম। নেতৃবৃন্দ মরহুম হাজী মনু মিয়ার রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।