স্কুলে ইসরাইলি হামলা নিষ্ঠুর-অগ্রহণযোগ্য

সুরমা টাইমসঃ জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ঐ স্কুলটিতে কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। ইসরাইলি বোমা হামলায় ১৫ জন নিহত হয়।
বান কি মুন বলেন, ঘুমন্ত শিশুদের উপর হামলার মতো লজ্জার আর কিছু হতে পারে না। তিনি বলেন এই আক্রমণ ভয়ানক নিষ্ঠুর এবং একেবারে অগ্রহণযোগ্য। তিনি এর জবাবদিহিতা ও বিচার দাবি করেন। ওদিকে ইসরাইল বলছে হামাসের বিরুদ্ধে তাদের আক্রমণ আরো বাড়িয়ে দেয়া হবে। গাযার মধ্যস্থল ও দক্ষিণে আরো কিছু অবস্থানকে টার্গেট করার হুশিয়ারি দিয়েছে ইসরাইল।
অন্যদিকে একটি যুদ্ধবিরতি প্রসঙ্গে সমঝোতার জন্য মিশরের কায়রোতে আলোচনা চলছে। তবে ইসরাইলি যোগাযোগ মন্ত্রী বলেছেন তাদের শর্ত মানলেই কেবল কোন যুদ্ধবিরতি মেনে নেবে ইসরাইল। অন্যদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস বলছে, ইসরাইলের সাম্প্রতিক আক্রমণ গণহত্যার শামিল। গত ২৪ ঘণ্টায় একশর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আক্রমণ শুরুর পর থেকে সবমিলিয়ে ১৩শর বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দু লাখের মতো মানুষ ঘরছাড়া হয়েছে।