ক্বাসেমী (রহঃ)’র কর্ম ও সৃষ্টি আলেম সমাজের অনুকরণীয় হয়ে থাকবে

কানাইঘাটে ইফতার পূর্ব আলোচনায় বক্তারা

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রিন্সিপাল বহু গ্রন্থ প্রণেতা আল্লামা আব্দৃর রব ক্বাসেমী (রহঃ) স্বরণে ও আব্দৃর রব ক্বাসেমী (রহঃ) ইসলামী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল সোমবার মনসুরিয়া জাসে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রবীন আলেমে দ্বীন মাওঃ হুদুর রহমান ডালাইচরীর সভাপতিত্বে ও মাওঃ সাইফুল আলমের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা রাখেন কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তরুন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুর রহিম, মাওঃ হুসাইন আহমদ, মাওঃ মুহিবুল্লাহ, মাওঃ আব্দুশ শাকুর, মাওঃ জামাল উদ্দিন, একেএম ওলিউল্লাহ ও মাওঃ ওলিউল্লাহ। অন্যান্যদের মধ্যে উপসিস্থত ছিলেন সমাজ কল্যান পরিষদের আহবায়ক গোলাম মুস্তফা, সদস্য সচীব ফয়েজ আহমদ, বিশিষ্ট মুরব্বি কালা মিয়া, আব্দুল হাই, ছাত্রনেতা সেলিম উদ্দিন, আমার দেশ পাঠক মেলা সিলেট জেলা সেক্রেটারী সুলায়মান আল মাহমুদ, সাংবাদিক জয়নাল আবেদীন, ছাত্রনেতা ইউসুফ, মাশুক আহমদ জুবায়ের, আবু বক্কর, শহিদুল্লাহ সিদ্দিকী, রিয়াজ উদ্দিন, আশিকুল্লাহ আবিদ প্রমুখ। ইফতার মাহফিলে কানাইঘাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছড়াও সর্বস্থরের পাঁচ শতাধিক লোকজন অংশ নেন। বক্তারা বলেন, আল্লামা আব্দুর রব ক্বাসেমী (রহঃ) দ্বীনের খেদমতের পাশাপাশি সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনের কর্ম ও সুষ্টি বর্তমান আলেম সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। —- বিজ্ঞপ্তি