বালাগঞ্জে হাউনিয়া-ছনিয়া হাওর উপ-প্রকল্পে মৎস অবমুক্ত ও বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন

22.7.14
বালাগঞ্জের হাউনিয়া-ছনিয়া হাওর উপ প্রকল্পে’র উদ্যোগে মৎস অবমুক্ত ও বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করছের উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী।

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের হাউনিয়া-ছনিয়া হাওর উপ প্রকল্পে’র উদ্যোগে মৎস অবমুক্ত ও বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাউনিয়া-ছনিয়া হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লি. এর কর্তৃক এ মৎস অবমুক্ত ও বৃক্ষরোপন কর্মসুচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা চন্দন দাস, কৃষি ফ্যাসিলেটর শেখ ইমতিয়াজ মাহমুদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাউনিয়া- ছনিয়া হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লি. এর সভাপতি ময়নুল আজাদ ফারুক, সম্পাদক আবদুল মালিক সিরাজ, সহসভাপতি আবদুস শহীদ, কোষাধ্যক্ষ মো. আছলম খাঁন, সদস্য ফরহাদুল ইসলাম, কাজী তোহেল আহমদ, তোফায়েল আহমদ সুহেল, মসুদ মিয়া, মমতা বেগম, রোকেয়া বেগম, রছনা বেগম, নাছিমা সুলতানা, মো. ছনর মিয়া, আব্দুল ছালিক, মকবুল আলী মেম্বার, খালেদ আহমদ, মিনহাজুল আবেদিন, মো. ফারুক মিয়া, করম উদ্দিন, মাসুক মিয়া, গোলাম মোস্তফা সিকদার প্রমুখ।