বিশ্বনাথে সাবেক সংসদ সদস্যের ইফতার মাহফিল
তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী’র বাড়ীতে গতকাল রবিবার মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল মুতলিব চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘আবদুল মুতলিব চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল আয়োজন হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরেআলম মিনা পিপিএম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহউদ্দিন সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম, নারী ও শিশু আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল মালেক, সিলেট পল্লী বিদ্যুৎ’র নির্বাহী প্রকৌশলী জগলুল হায়দার, ডিএম মাহবুবুর রহমান, জালালাবাদ গ্যাসের এমডি জসিমউদ্দিন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ শাহ ওয়াকির, ওসমানীগর থানার অফিসার ইন-চার্জ জুবায়ের বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আইনজীবি মুজিবুর রহমান, সৈয়দ শামীম, জুয়েল আহমদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাছিরউদ্দিন খান, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ম্যানচেষ্টার আওয়ামী লীগের সভাপতি ছুরাবুর রহমান, ম্যানচেষ্টার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, বালাগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবিরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম-সম্পাদক আসদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আমির আলী, সহ-দপ্তর সম্পাদক তপন দাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো. বাবরুছ আলী, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, মতিন চৌধুরী, হারুন মিয়া, মহব্বত আলী জাহান, শেখ শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক হারান দে, মহানগর যুবলীগের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা সাহেদ আহমদ, কবির আহমদ, দিলদার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সদস্য শাখাওয়াত হোসেন, সজল বৈদ্য, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম মিলন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আজিরউদ্দিন, রুহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান প্রমুখ।