‘১০টি ঈদ চলে গেছে, আন্দোলন আর হলো না’
সুরমা টাইমস ডেস্কঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরোধী দল কোন ঈদের পর আন্দোলন করবে? আন্দোলনের নামে তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।’ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকার একটি ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে এসব কথা বলেন তিনি। যোগাযোগমন্ত্রী বলেন, ‘ঈদ আসলেই তারা বলেন ঈদের পরে সরকার পতনের আন্দোলন করবো। ঈদের পর আন্দোলনের নাম করে ১০টি ঈদ চলে গেছে। তাদের আন্দোলন আর হলো না। তার মানে তারা আর আন্দোলনে আসবে না। এভাবেই জনগনকে ধোঁকা দিয়ে যাবে।’
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতির কারণেই ছোট ছোট জায়গায় বড় বড় সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যার জন্যই রাস্তায় এতো ভোগান্তি।’ তবে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য ঈদের আগেই রাস্তাঘাটের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় সিংগাইরের কিটিংচর এলাকায় ব্রিজ নির্মাণ কাজের ধীরগতি লক্ষ্য করে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও হুমকি দেন তিনি।