বাংলাদেশি রাষ্ট্রদূতকে লেবানন ছাড়ার নির্দেশ

gaosul azomসুরমা টাইমস ডেস্কঃ দূতাবাসে এক বাংলাদেশীকে আটকে রাখা ও অপর এক বাংলাদেশীকে অপহরণ করানোর অভিযোগ প্রমাণ হওয়ায় লেবাননে বাংলাদেশী রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারকে বৈরুত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৭ জুলাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দেয়া হয়। তাকে ঢাকায় ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া উইংয়ের ডিজি নজরুল ইসলাম জরুরি ভিত্তিতে বৈরুতে পৌঁছেছেন।
গতকালই গাউসুল আজমের দেশের ফেরার সব প্রক্রিয়া সম্পন্ন হয় বলে সূত্র জানিয়েছে। রাষ্ট্রদূত গাউসুলকে বহিষ্কারের আগে তাকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গাউসুল আজমকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, বৈরুতে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগে গাউসুল আজম সরকারকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কর্মকর্তা বলেন, গাউসুল আজমকে রাষ্ট্রদূতের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের হাতে অর্পণ করে আসতে বলা হয়েছে। উল্লেখ্য, গত বছর জুলাইয়ে বৈরুতে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম শুরু করলে সুইডেন থেকে এসে যোগ দেন গাউসুল আজম সরকার। এর আগে স্টকহোমে দায়িত্ব পালন করার সময়েও তিনি সমালোচিত হন বিতর্কিত কর্মকান্ডের কারনে। সেখানে অনৈতিক কাজের দায়ে তার স্ত্রীকে স্টকহোম ছাড়ার নির্দেশ দেয় সুইডেন কর্র্তৃপক্ষ। এ নির্দেশের পর গাউসুল আজম নিজেই স্টকহোম ছাড়ার উদ্যোগ নেন।