শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি হয়নি

shahjalal-internationa_88288সুরমা টাইমস ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কয়েকটি টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হয়। যা সত্য নয়। বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্থ করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।
আজ দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতামূলক হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মর্মে খবর প্রচার করে। এসব গণমাধ্যমে বলা হয়, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করায় সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।