পৌর নির্বাচন ১৫ দিন পেছানোর শর্ত বিএনপির
ডেস্ক রির্পোট: পনেরো দিন পেছানোর শর্ত সাপেক্ষে পৌরসভা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌরসভা নির্বাচনের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।