আলী আহমদ চেয়ারম্যানের মৃত্যুতে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

গতকাল সোমবার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ণ পরিষদ মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপর সভাপতি তাজ উদ্দিনের সভাপতিতে ও সেক্রেটারী সামসদ্দোহার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বিএনপির আহবায়ক হাজী সিকন্দর আলী। প্রধান বক্তা ছিলেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য হাজী সাহাব উদ্দিন, বিশেষ অতিথি জালালাবাদ থানা যুবদলের সভাপতি বাবুল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য হাজী কামাল উদ্দিন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক লাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী মকরম আলী, প্রভীন মুরব্বী জসিম আহমদ, মরহুম আলী আহমদ চেয়ারম্যানের ছোট ভাই সফিক আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরা মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলেমান তালুকদার, উপজেলা ছাত্রদলের জয়েন্ট সেনক্রেটারী শওকত উদ্দিন মিটু, পূর্ব ইসলামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইকরাম আহমদ, সেক্রেটারী আমির হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন মরল, যুবদলের নুর আলম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্সুর আলী,র্ সেক্রেটারী আত্তর হোসেন, ৩নং ওয়ার্ড সেক্রেটারী মাসুক আহমদ, সাংগঠনিক নবী হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা পরিচালনা করেন কলাবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা কমর উদ্দিন। পরে শিরণী বিতরণ করা হয়। শোকসভায় এলাকার অসংখ্য গণ্যমান্যব্যাক্তি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলী আহমদ এর মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠার নয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর দিকে উপস্থিত নেতৃবৃন্দে বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম.সাইফুর রহমান ও আলী আহমদের চেয়ারম্যানে অনেক উন্নয়নের কথা তোলে ধরা হয়। এম.সাইফুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি