ফিলিস্তিনীদের পাশে দাড়ানোর জন্য রাষ্ট্রিয়ভাবে কার্যকর পদক্ষেপ নিন

সিলেটে ‘কল ফর সেভিং হিউম্যান লাইফ’-এর মানব বন্ধনে বক্তারা

Human Chain Against Israelইসরাঈল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে সিলেটে সর্বশ্রেণির মানবতাবাদী সংগঠন-সংস্থার নেতৃবৃন্দসহ আমজনতার উদ্যোগে মঙ্গলবার বেলা ২ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘কল ফর সেইভিং হিউম্যান লাইফ’ এর ব্যবস্থাপনায় আয়োজিত মানব বন্ধনে বক্তারা বলেছেন, ফিলিস্তিনে মানবতা আজ বড়ই অসহায়। জাতি সংঘসহ বিশ্ব সম্প্রদায়ের ইসরাঈলকে রক্তের হোলি খেলা বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা। বিভিন্ন স্কুল, কলেজ,ভার্সিটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী,অনলাইন ফেসবুকের বিভিন্ন গ্র“প,ধর্মপ্রাণ মুসল্লী, মানবাধিকারকর্মী,লেখক-সাংবাদিক,কবি সাহিত্যিকগণ মানব বন্ধনে একাত্মতা ঘোষণা করেন।

‘কল ফর সেভিং হিউম্যান লাইফ’-এর আহবায়ক সাংবাদিক মিসবাহ মনজুরের সভাপতিত্বে এবং সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন নগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাজায় মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে, বিশ্বসম্প্রদায়ের নীরব ভূমিকা দেখে আমরা আজ সত্যিই লজ্জিত। বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে আমরা গাজায় গণহত্যা বন্ধের আহবান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের নিকট জাতীয় সংসদে ইসরাঈলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবসহ ফিলিস্তিনীদের পাশে দাড়ানোর জন্য রাষ্ট্রিয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি। আমাদের উচিত হলো তাদের সকল প্রকার পন্য বর্জন করে ঘৃণা প্রকাশ করা।
মানব বন্ধনে একাত্মতা ঘোষণা করেন ও বক্তব্য রাখেন, ড. এম শহিদুল ইসলাম, দৈনিক আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট গোলজার আহমদ হেলাল, ভাটি বাংলা গণকল্যাণ ট্রাষ্ট্রের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দৈনিক সিলেটের ডাক‘র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ‘কল ফর সেভিং হিউম্যান লাইফ’-এর ইংল্যন্ড প্রতিনিধি মিনহাজ উদ্দীন, দৈনিক নিউ নেশন সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, মাইটিভি সিলেট প্রতিনিধি এম এর টুনু তালুকদার, ক্যামেরা পারসন শাহিন আহমদ, মানবাধিকার কর্মী শফিকুর রহমান শফিক, মাওলানা আসলাম হোসাইন রহমানী, ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সাল, ইঊসুফ আলী, আব্দুল খালিক,আজকের সিলেট ডটকম সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, মাহবুব হাসান রিংকু, মাওলানা শামসীর হারুনুর রশীদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আরশাদ নোমান মাওলানা আবু খয়ের,সালেহ আহমদ শাহবাগী, শাহিদ আহমদ হাতিমী, হাফিজ মাসুম আহমদ, মিম মিফতাহ, আবু বকর জামাল, মিম সুফিয়ান, নওয়াজ মারজান, তোফায়েল আহমদ, আব্দুল্লাহ মাহফুজ, হুসাইন উজ্বল, আলী আহসান হাবিব,আব্দুল করিম হেলালী, শাহ আলম, মকসুদ আহমদ মকসুদ, হাফিজ তৈয়বুর রহমান, হাফিজ হাবিব আহমদ, জাহাঙ্গীর আলম, হাফিজ সাদিকুর রহমান, ফয়েজ উদ্দীন খান, জুবায়ের আহমদ, মনসুর বিন সালেহ, কায়সান মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি