শিক্ষার্থীদের উচিত প্রতিষ্টানিক শিক্ষার পাশা পাশি সৃষ্টিশীল কর্মে নিয়জিত থাকা

সেন্ট্রাল কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভিসি প্রফেসর ড.সালেহ উদ্দিন

central collegeসিলেট মেট্রোপলিটন ইউনিভাসিটির ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিন বলেছেন,শিক্ষার্থীদের উচিত প্রতিষ্টানিক শিক্ষার পাশা পাশি সৃষ্টিশীল কর্মে নিজেকে নিয়জিত রাখা। সৃষ্টিশীল কর্মই মানুষকে উদ্যমী করে তুলে। সব বিষয়ে পড়াশোনার পাশাপাশি গণিতে বেশী মনোযোগ দিতে হবে। কারন ভবিষ্যতে ডাক্তার বা ইঞিনিয়ার হতে গণির শিক্ষাই গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। ভাল ফলাফলের সাথে একজন ভাল মানুষ হতে হলে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন তুমরা আগামি দিনে স্বফল হতে হলে এখন থেকেই নিয়মিত অধ্যায়নে লেগে থাকতে হবে।

তিনি মঙ্গলবার নগরীর সেন্ট্রাল স্টারলাইট কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৪ এ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান পীরের সভাপতিত্বে এবং প্রভাষক ফাতেমা গোলশানারা ও হাসাল আল বান্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র, স্বাগত বক্তব্য রাখেন কলেজের চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম, অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌরপদ দত্ত দাস, তাজুল ইসলাম, জহিরুল ইসলাম।প্রতিষ্টাতা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিক আহমদ খালেদ,আক্কাস আলী, জাহিদ হোসেন, আব্দুল কাদির, মিজানুর রহমান, মোর্শেদ আলম ,মনজুর হোসেন,এসএম সোহেল শাকিল আহমদ। শিক্ষকদেও পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক বাবুল আখতার। শুরুতে কোরআন তেলাওয়ত করেন এমএম ইয়াহহিয়া, শিক্ষাথীদের পক্ষে বক্তব্য রাখেন আতিকুর রহমান, লিজা বেগম। বিজ্ঞপ্তি