মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা খুন : আসামী গ্রেফতারের দাবিতে স্মারকলিপি

নুরুল ইসলাম শেফুলঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা খুনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আসামীরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে। একটি প্রভাবশালী রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকার কারণে আসামীদের ধরা হচ্ছে না এমনটাই অভিযোগ নিহতের পরিবারের। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবারটি। অপরদিকে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিবারের লোকজন। জানা যায় গত ৩০ জুন রাতে অগ্রনী ব্যাংক মৌলভীবাজার চৌমোহনা শাখার সিনিয়র অফিসার প্রণজিত পাল (৪৮) শহরের সৈয়ারপুরের বাসা থেকে রিকশাযোগে চৌমোহনার দিকে যাওয়ার সময় শমশেরনগর সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন। এই সময় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার একদিন পরে হত্যাকান্ডের সাথে জড়িত রিপন পাল, বিমল পাল, উত্তম পাল, আশিষ পাল ও চিত্ত পালসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন নিহতের স্ত্রী কাঞ্চন রানী পাল। ব্যাংক কর্মকর্তা হত্যাকান্ডের ১৪ দিন অতিবাহিত হলেও কোন আসামী না ধরায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। আর এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মৌলভীবাজারে কর্মরত অগ্রণী, জনতা, পূবালী ও সোনালী ব্যাংকের প্রায় ৮০ জন কর্মকর্তা হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন।