বিশ্বনাথে সাংবাদিক অপু’র পিতৃবিয়োগে শ্রমিকলীগের শোক সভা
বিশ্বনাথ প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলো ও উত্তর পূর্ব বিশ্বনাথ প্রতিনিধি, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু’র বাবা উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক প্রভাত বৈদ্য’র মৃত্যুতে শ্রমিকলীগ রবিবার অস্থায়ী কার্যালয়ে শোকসভা করেছে।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাধন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শংকর দাশ, আমির আলী, জমির আলী, সহ-সাধারণ সম্পাদক তাছির আলী, শরিফ আহমদ শফিক, সাদেক মিয়া, শ্রমিকলীগ নেতা আসিদ আলী, আরান বাবু, আজাদ মিয়া, আনসার আলী, মিয়াজান আলী, বলাই চন্দ্র বিজয় প্রমূখ।
সভায় বক্তরা বলেছেন, প্রভাত বৈদ্য ছিলেন একজন সৎ রাজনীতিবিদ। সততা, নিষ্ঠা নিয়ে সব কাজ করতেন। তারঁর মৃত্যুতে বিশ্বনাথবাসী একজন ভাল মানুষ কে হারাল। প্রভাত বৈদ্য’র শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বক্তরা শোকাহত, পরিবার পরিজন কে শোক কে শক্তিতে পরিণত করে দোয়া করার আহবান জানান।