শিক্ষিকাকে ইভটিজিং : শাবিপ্রবি ছাত্রলীগকর্মী বহিষ্কার

Chhatroleage SUSTসুরমা টাইমস রিপোর্টঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইভটিজিংয়ের দায়ে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ হুসেন রাজিবকে দুইবছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় একই বিভাগের অভিযুক্ত আরেক শিক্ষার্থী শফিকুল ইসলাম শফিককে সতর্ক করে দিয়ে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করে দেয়া হয়েছে। অভিযুক্ত দুজনই ছাত্রলীগ কর্মী ও ২য় ছাত্র হলের আবাসিক শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে দুজন শিক্ষার্থী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ইভটিজিংয়ের শিকার হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হককে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রির্পোটের প্রেক্ষিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।