লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০
হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আকাশ (১২), আজমান (৪০), মহসিন (১৬), মিনারা (৩০), পাবেল (১৫), কিবরিয়া (১৬), কালাম (১৫) ও জুনেদকে (২৬) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং আমির (৪৮), আক্কাস (৩২), বাসির (২৮) ও সাইফুলসহ (৩২) অন্তত ২০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লার ভাই তাজুল ইসলাম মোল্লার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মাসুক মিয়া ও তার লোকজনের পূর্ব বিরোধ রয়েছে।
বুধবার রাতে এলাকায় কেরামবোর্ড খেলা নিয়ে ও পূর্ব বিরোধের ঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও ফিকলসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করেন। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ৬৩ রাউন্ড রাবার বুলেট ও ১৯ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।