গোলাপগঞ্জে আগুনে বসতঘর ভস্মীভূত : ১৫ লাখ টাকার ক্ষতি

House on Fire Sylhetগোলাপগঞ্জ সংবাদদাতাঃ গোলাপগঞ্জ উপজেলার পল্লীতে এক ব্যবসায়ীর ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে নগদ প্রায় ১লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণলংকার, দুটি মোটর সাইকেলের কাগজ বসতবাড়ি ও অন্যান্য ভূমির দলিল পত্র, আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এর আগেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাত ৩টায় উপজেলার ঢাকাদক্ষিন ইউপির পশ্চিম বারকোট গ্রামের ব্যবসায়ী নজরুল আহমদের বাড়িতে। কী কারনে ব্যবসায়ীর বাড়িতে আগুনের সুত্রপাত ঘটেছে তা জানা যায়নি।

বুধবার রাতে উপজেলার পশ্চিম বারকোট গ্রামের তবারক আলীর ছেলে ব্যবসায়ী নজরুল আহমদ, সাব্বির আহমদ ও কবির আহমদ খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাত ৩টার দিকে ব্যবসায়ী নজরুল আহমদ বসত ঘরের উত্তর দিকে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে চিৎকার দিলে তাৎক্ষনিক পার্শ্ববর্তী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। মুহুর্তের মধ্যে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। ফলে মূহুর্তের মধ্যে সমস্ত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় ব্যবসায়ী নজরুল আহমদ ও ভাই সাব্বির আহমদ অসুস্থ পিতাকে নিয়ে ঘর থেকে বের হন। ওই সময় দুটি মোটর সাইকেল ও একটি হুইল চেয়ার উদ্ধার করলেও অন্যান্য আসবাব পত্র, মুল্যবান কাগজপত্র, ভূমির দলিল ও স্বর্ণলংকার উদ্ধার করা সম্ভব হয়নি। এতে করে নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়।
খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই বসত ঘরটি ভস্মীত হয়ে যায়।