যুবলীগের পদ বঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল

Jharu Misilসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে পদ বঞ্চিত মহানগর যুবলীগ নেতাকর্মীরা নগরীতে ঝাড়ু মিছিল বের করেছে। সোমবার বিকেলে জেলা রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু হওয়া মিছিল জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
প্রত্যদর্শীরা জানান, পদবঞ্চিত নেতাকর্মীরা যুবলীগের সাবেক সভাপতি সুদীপ দে’র নেতৃত্বে ঝাঁড়ু মিছিল বের করে। এসময় তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরুদ্ধে বিষোদাগার করে শ্লোগান দেয়।
উল্লেখ্য, রোববার বিকেলে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অফিসে এসে ৬১ সদস্যের মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি জমা দেন। পরে অর্থমন্ত্রীর অফিস থেকে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আলম খান মুক্তিকে আহ্বায়ক এবং মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান খোকন ও সেলিম আহমদ সেলিমকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। বাকি ৫৬ জনকে রাখা হয়েছে সদস্য হিসেবে।