বিশ্বম্ভরপুরে ভিজিডি,ভিজিএফ, রিলিফ বিতরণের দাবি : ইউএনও বরাবরে স্মারকলিপি
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
বিশ্বম্ভরপুরে স্ব স্ব ইউনিয়নে ভিজিডি,ভিজিএফ, রিলিফ বিতরণের দাবিতে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট(দঃ) ইউনিয়নের এরশাদ আহমদ সহ এলাকার প্রায় শতাধিত মহিলা বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে স্ব স্ব ইউনিয়নে রিলিফ ভিজিএফ-ভিজিডি’র চাল-গম বিতরনের জন্য এক স্মারক লিপি প্রদান করেছেন।
স্মারক লিপি প্রদানকারী এরশাদ সহ অন্যান্যরা জানান যে, মাছিমপুর, জিনারপুর,সংগ্রামপুর,মিয়ারচর সহ দুরের বিভিন্ন গ্রাম থেকে বিশ্বম্ভরপুর খাদ্যগোমে এসে মাল নিতে গিয়ে প্রত্যেককে যাতায়াত বাবদ ২০০ থেকে ৩০০ টাকা খরচ হয়ে যায়। সরকারী আইন মোতাবেক স্ব স্ব ইউনিয়নে রিলিফের চাল-গম বিতরনের কথা থাকলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এমনটা করছেন না ফলে দরিদ্র হতদরিদ্র জনগোষ্ঠি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা অবিলম্বে স্ব স্ব ইউনিয়নে মালামাল বিতরনের জন্য দাবী জানান। স্মারক লিপির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার জানান আমি বিষয়টি নিয়ে ইউএনও এবং এম.পি সাহেবের নিকট বারবার কথা বলেছি এবং এ বিষয়টি বাস্তবায়িত হলে গরীব মানুষ উপকৃত হবে তিনি জানান। উল্লেখ্য যে, বিগত দিনে প্রতিটি ইউনিয়ন পরিষদ ভিজিডি-ভিজিএফ এর চাল/গম উপজেলা খাদ্য গোদাম থেকে বিতরণ করে আসছিল ফলে হত-দরিদ্ররা দুর-দুরান্ত থেকে দিগুন ভাড়া দিয়ে এসে ক্ষতিগ্রস্থ ও সীমাহীন দূর্ভোগের শিকার হয়েছেন বলেও অভিযোগ।