গৌরিপুরের পূজা পরিষদের সভাপতির উপর সন্ত্রাসী হামলা

বিদুৎয়ানের অনুষ্টানের উদ্বোধনকালে কথাকাটাকাটির জেরধরে সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি প্রবীণ মুরব্বি তরনী কান্ত দাসের উপর একদল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় আতাসন গ্রামের বাবুর বাড়ি পার্শ্ববর্তী রাস্তার উপর এ ঘটনা ঘটে। বর্তমানে নিরাপত্তার জন্য তরনী কান্ত দাসের বাড়িতে পুলিশী পাহারা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা পশ্চিম গৌরিপুর ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি প্রবীণ মুরব্বি তরনী কান্ত দাসের তুলে নিয়ে ওই গ্রামের রফিক মিয়ার বাড়িতে আটকে রেখে তাকে নির্যাতন করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পূনরায় তার বাড়িতে দিয়ে যায় হামলাকারীরা। এসময় হামলাকারীরা তার ছেলে স্বপন কান্তি দাসকে বাড়িতে খোঁজ করে। তরনী কান্ত দাসের উপর হামলাকারীরা হচ্ছে-মাসুক মিয়া, সানোয়ার মিয়া, রফিক মিয়া, মানিক মিয়া, দেলোয়ার মিয়া, ইসলাম মিয়া, রহিম মিয়া, মকবুল আলী, সিকদার মিয়া। এ ব্যাপারে স্বপন কান্তি দাস বলেন, আমার বাবাকে যখন হামলাকারীরা বাড়িতে রেখে যাচ্ছে তখন আমাদের দেবতার ঘর থেকে পিতলের তৈরী গোপালের মূর্তিও নিয়ে যায়। বালাগঞ্জ পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিজন কুমার ধর বলেন, বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি তরনী কান্ত দাসের উপর হামলার খবর আমরা শুনেছি। আজ আমরা সরেজমিনে তার বাড়িতে গিয়ে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, পূর্বের একটি ঘটনার জেরধরে গতকাল মঙ্গলবার বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি তরনী কান্ত দাসের সাথে অন্যদের কথাকাটাকাটি হয়। তবে কোন হামলার ঘটনা ঘটেনি।