চুনারুঘাটে শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত ॥ অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর নরপতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আনাই উল্লার ছেলে, চুনারুঘাট পৌর শ্রমিকলীগের সাংগঠনিক স¤পাদক মোঃ সাজু মিয়া কে জমি সংক্রান্ত বিরোদের জের ধরে ধারালো চুরি দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুত্বর আহত হন। অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০ টার সময় একই গ্রামের শওকত আলী , (সাবেক মেম্বার) ও তার সহযোগীরা মিলে মুক্তিযোদ্ধার বাড়ীর পাশের আলু ক্ষেতে জোড়পূর্ব আলু তুলে নিয়ে যায়। খবর পেয়ে তার ছেলে সাজু মিয়া জমিতে গিয়ে দেখতে পান মেম্বার তার ছেলে মোঃ লুৎফুর রহমান (৩৫), মোঃ মজিবুর রহমান, (৩২) ও ভাতিজা মিজান আলী কে নিয়ে ফসলি জমির আলু তুলে নিয়ে গেছে এবং কিছু আলু নষ্ট করে ফেলেছে। যার বাজার মুল্য প্রায় ৪ হাজার আটশত টাকা, নষ্ট করা আলুর মুল্য প্রায় ১২ শত টাকা। কেন তারা তাদের জমির আলু তুলে নিয়ে গেছে ও নষ্ট করছে জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মেম্বার এর ছেলে ও ভাতিজারা মিলে সাজু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম হাতের কবজির উপর প্রচন্ড ভাবে রক্তাত হয়। তার শোরচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে, মেম্বার তার দলবল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় সাজু মিয়ার পিতা মুক্তিযোদ্ধা আনাই উল্লা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।