মাওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা : লেবার পার্টি

IMG_20141117_153640২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে স্বৈরশাসন কায়েম করেছে। আজকে আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা আর না করলে রাজাকার আখ্যা দেয়া হচ্ছে। জনমনে আজ অজানা আতঙ্ক বিরাজ করছে। দেশের স্বাধীনতা কারো একক অর্জন নয়। মাওলানা ভাসানী প্রথম বাংলাদেশের স্বাধীনতা স্বপ্নদ্রষ্টা। তিনি শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার আদায়ে আমরন সংগ্রাম করেছেন। মাওলানা ভাসানীর জালেমের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়েছেন। তাই সেই শিক্ষা ধারন করে আওয়ামী বাকশালী দুঃশাসন মুক্ত বাংলাদেশে গড়তে শ্রমজিবী পেশাজীবি ও কর্মজীবি মানুষকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ভুমিকা রাখতে হবে। কেননা জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই অনিবার্য।

তিনি আজ (সোমবার) বিকাল ৪ টায় মেজর জলিল মিলনায়তনে লেবার পার্টি যুবফোরাম আয়োজিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষীকির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন। যুবফোরাম আহবায়ক হুমাউন কবীরের সভাপতিত্বে সভায় বক্তাব্য রাখেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, যুগ্ম-মহাসচিব হিন্দুরত্ব রামকৃষ্ণ সাহা, মাহামুদ খান, মিসেস শামীমা চৌধুরী, নগর নেতা মেহেদী হাসান, ছাত্রনেতা রফিকুল ইসলাম, মিলন হাওলাদার, সালমান খান প্রমুখ। সভা শেষে মাওলানা ভাসানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসাইন। বিজ্ঞপ্তি