১২ জুলাই জকিগঞ্জের মির্জারচকে মহানামযজ্ঞ
জকিগঞ্জ প্রতিনিধি: শ্রীশ্রীগুরু করুনা নিকেতন এর ৩৭ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আগামি ১২ জুলাই জকিগঞ্জ মির্জারচক শ্রীশ্রীগুরু বজ্রকিশোর সংঘ ও পল্লীশ্রী সমাজকল্যান সংস্থার যৌথ উদ্দ্যেগে সার্বজনীনভাবে অষ্টপ্রহর মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। উক্ত অষ্টপ্রহর মহানামযজ্ঞ উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন উৎসব কমিটির সভাপতি মন্টুরাম বিশ্বাস ও সাধারন সম্পাদক রঞ্জন বিশ্বাস।